মমতাই অনুপ্রেরণা, লকডাউনে গরিব-ভবঘুরেদের হাত ধুইয়ে খিচুড়ি খাইয়ে দিল একদল যুবক

0
2

করোনা যুদ্ধে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজ্যবাসীর সেবা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে পাশে দাঁড়াতে কখনও হাসপাতালে আবার কখনও বাজারে ছুটে বেড়াচ্ছেন মমতা। আর এটা দেখেই অনুপ্রাণিত হয়ে পথে নামলো একদল যুবক। নিজেদের সামর্থ্য মতো পকেট থেকে টাকা দিয়ে এই দুর্দিনে মানবসেবায় নিয়োজিত হলেন তাঁরা।

লকডাউনে বেহালা এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে ভবঘুরে ও গরিব মানুষদের মুখে খাবার তুলে দিল এই যুবকের দল। শুধু নয়, যাতে কোনও জীবাণু সংক্রমণ না হয়, তার জন্য খাবার আগে স্যানিটাইজার দিয়ে হাতও পরিষ্কার করে দিলেন।

শুধু গরিব মানুষ নয়, কিছু খাওয়ার আশায় যেসব সারমেয় রাস্তায় ঘোরাঘুরি করছে তাদেরও ক্ষুধা নিবারণ করে এই যুবকের। এবং যতদিন এই লকডাউন চলবে, ততদিন এভাবেই খাবারের যোগান দেবে তারা।