মানব সভ্যতার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছর মারণ ভাইরাস কোভিড-১৯। করোনার কোপে পড়ে বিশ্বব্যাপী মৃত্যু মিছিল অব্যাহত। বাদ পড়েনি ভারতও। সরকারের নির্দেশে একদিকে যেমন লকডাউন চলছে, অন্যদিকে ঢেলে সাজানো হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। আর এই কাজে কেন্দ্র-রাজ্য সমন্বয় রেখে লড়াই চালাচ্ছে। যার প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।
আজ রবিবার সকালে টুইট করে রাজ্যপাল জানান, রাজ্য এবং কেন্দ্র যেভাবে করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে তা প্রশংসনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে উদাহরণ তৈরি করেছেন। রাজ্যকে ১০ হাজার করোনা পরীক্ষার সামগ্রী পাঠিয়েছে কেন্দ্র। সবাই মিলে এই লড়াই জিততে হবে।

কিছুদিন আগেও করোনায় কেন্দ্রের অসহযোগিতা নিয়ে প্রায়শই উষ্মা প্রকাশ করতে দেখা গিয়েছে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে, লকডাউনের পর থেকে কেন্দ্র এবং রাজ্যের সম্বন্বয়ে করোনা মোকাবিলায় কোনও ত্রুটি রাখছে না প্রশাসন। এই সময় আরও একবার রাজনৈতিক উর্ধ্বে থেকে লড়াই চালানোর আহ্বান জানালেন রাজ্যপাল।






























































































































