জরুরি চিকিৎসা পরিষেবায় ‘অর্জুন’

0
1

লকডাউন চলাকালীন জরুরি চিকিৎসা ব্যবস্থাকে সচল রাখতে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদহ উত্তর শাখায় দুকামারার ট্রেন চালাচ্ছে। তার নাম অর্জুন। এই ট্রেনে সরকারি পরিচয় ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই যাতায়াত করতে পারবেন। সকাল ৮ টায় রানাঘাট থেকে ছেড়ে দাড়িয়ে শিয়ালদহে পৌঁছবে 9টা 30-এ। যাত্রাপথে সমস্ত স্টেশনে দাঁড়াবে অর্জুন। বিকেল ৬টায় ফের শিয়ালদহ ছেড়ে 7.30-এ রানাঘাট পৌঁছবে। প্রধানত জরুরি চিকিৎসা পরিষেবায় নিযুক্ত ব্যক্তিদের নিয়ে এই ট্রেন যাতায়াত করবে বলে রেলওয়ে সূত্রে খবর।