করোনাভাইরাস আতঙ্কে যতই মনুষ্যকুল নিজেদের গৃহবন্দি করুক না কেন, হাফ ছেড়েছে প্রকৃতি। দূষণের মাত্রা একধাক্কায় কমে গেছে ।সমুদ্র উপকূল এলাকায় ডলফিনরা আবার ফিরে এসেছে। এরকম নানান ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা, বুধবার একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ওড়িশার রুশিকুল্যায় নিরিবিলিতে ডিম পাড়ছে অসংখ্য কচ্ছপ। জনহীন সমুদ্র সৈকতে বেশ স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছে কচ্ছপগুলি। রুশিকুল্যা সমুদ্রতটে এবছর এই সময়টায় কোন পর্যটক না আসায় কচ্ছপ গুলির কাছে তা অত্যন্ত নিরাপদ স্থান হয়ে উঠেছে।































































































































