সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি ও মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে পাঁচ টন চাল, দু টন ডাল, চার টন আলু স্থানীয় দু:স্থ বস্তিবাসী মানুষদের জন্য বিলি করা হল।
শনিবার বেলা বারোটায়, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে এই বন্টন ব্যবস্থা চালু হয় ।
সংগঠনের পক্ষ থেকে সজল ঘোষ বলেন , আমরা চাই আরো অন্যান্য ক্লাব সংগঠন এবং মানবিক সংগঠনগুলো একত্রিত হয়ে, দল-মত রাজনীতি ভুলে, এই ধরনের কাজে আরও ব্রতী হোক।