করোনার বিরুদ্ধে লড়তে ৫০০ কোটির আর্থিক সাহায্য টাটা গোষ্ঠীর

করোনা আপডেট :২৮ মার্চ, রাত ৮টা। বিশ্ব : আক্রান্ত ৬,১৪,০৭৫, মৃত ২৮,২৩৮। দেশ : আক্রান্ত ৯৩৩, মৃত ২২। রাজ্য : আক্রান্ত ১৭, মৃত ১

0
1

দেশের স্বার্থে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ৫০০ কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করলেন রতন টাটা। শনিবার উনি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে লেখেন, টাটা এর আগেও প্রয়োজনের সময় দেশের কাজে এসেছে। আর এবার তো প্রয়োজনটা অনেক বেশি।

রতন টাটা নিজের ট্যুইটার অ্যাকাউন্টে লেখেন, টাটা ট্রাস্ট ফ্রন্টলাইনে কাজ করা স্বাস্থকর্মীদের জন্য প্রটেক্টিভ গিয়ার, রেস্পিরেটরি, টেস্টিং কিট, সংক্রমিতদের চিকিৎসার জন্য সুবন্দোবস্ত আর স্বাস্থকর্মীদের ট্রেনিং এর জন্য ৫০০ কোটি টাকা দেওয়া হবে।