BREAKING: দেশে মৃত্যু মিছিল অব্যাহত, এবার তেলেঙ্গানায় করোনার বলি

করোনা আপডেট :২৮ মার্চ, রাত ৮টা। বিশ্ব : আক্রান্ত ৬,১৪,০৭৫, মৃত ২৮,২৩৮। দেশ : আক্রান্ত ৯৩৩, মৃত ২২। রাজ্য : আক্রান্ত ১৭, মৃত ১

0
1

দেশে ফের করোনায় মৃত্যু। এবার তেলেঙ্গানার ঘটনা। সেখানে করোনা আক্রান্ত হয়ে আজ, শনিবার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তেলেঙ্গানায় এটাই প্রথম মৃত্যু। আর গোটা দেশে মারণ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ২২। এদিনই কোচিন এবং আমেদাবাদে দু’জনের মৃত্যু হয়েছে।

এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এর জেরে ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫।