উত্তরবঙ্গেও করোনা চিকিৎসার পরিকাঠামো প্রস্তুত

0
1

দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরবঙ্গেও করোনা পরীক্ষার পরিকাঠামো তৈরি হল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে করোনাভাইরাস নির্ণয়ের পরীক্ষাগার তৈরি করা হয়েছে বলে শুক্রবারেই নবান্নে সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর উত্তরবঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের টিম পাঠানো শুরু করেছে। শনিবার থেকেই সেখানে নমুনা পরীক্ষা শুরু হচ্ছে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে সল্টলেক স্বাস্থ্য ভবন থেকে ৩০ জন চিকিৎসকের একটি দল উত্তরবঙ্গে গিয়েছেন। কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ সহ বিভিন্ন জেলার হাসপাতাল, ব্লক হাসপাতাল ও গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে তাঁরা চিকিৎসা পরিষেবা দেবেন। বর্তমান পরিস্থিতিতে যাতে উত্তরবঙ্গ থেকে কোনও মানুষকে চিকিৎসা বা রোগ নির্ণয়ের জন্য কলকাতায় না আসতে হয় সেকারনেই এই পরিকাঠামো তৈরির উদ্যোগ বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।