করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা অনুদান মিমির

0
1

দেশজুড়ে মারণ ভাইরাস কোভিড-১৯ বা করোনার দাপট ক্রমশ বাড়ছে। করোনা থেকে মুক্তি পেতে চলছে লকডাউন। এই লড়াইয়ে প্রয়োজনীয় চিকিৎসা এবং চিকিৎসার জন্য সরঞ্জাম কিনতে বিপুল অর্থের প্রয়োজন। তাই এই সঙ্কটের দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ডাক দিয়েরছেন।

চিকিৎসায় বিপুল ব্যয়ভার বহনের জন্য মুখ্যমন্ত্রী করোনা মোকাবিলায় স্টেট এমারজেন্সি রিলিফ ফান্ড খুলেছেন। আর মুখ্যমন্ত্রীর সেই ত্রাণ তহবিলে এবার ৫১ লক্ষ টাকা অনুদান দিলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা এবং ব্যক্তিগতভাবে ১ লক্ষ টাকা দিয়েছেন মিমি।

যাদবপুর লোকসভার অন্তর্গত বিভিন্ন বিভিন্ন হাসপাতালগুলিতে কোয়ারেন্টাইন সেন্টার, আইসলেশন ওয়ার্ড নির্মাণ, পর্যাপ্ত চিকিৎসা এবং করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য এই অনুদান বলে জানিয়েছেন মিমি।