লকডাউনে কাজ হবে না, আরও সুসংগঠিত স্ট্র্যাটেজি’র প্রয়োজন ছিলো, তোপ প্রশান্ত কিশোরের

0
1

শুধু লকডাউন করে কোনও কাজ হবে না।
করোনাভাইরাসের সঙ্গে লড়তে ভারতের আরও সুসংগঠিত স্ট্র্যাটেজি’র প্রয়োজন ছিলো।

শনিবার এভাবেই কেন্দ্রের লকডাউন সিদ্ধান্তকে দুষেছেন নির্বাচন-কৌশলী প্রশান্ত কিশোর। এর আগেও ২১ দিনের লকডাউনকে তোপ দেগে একাধিক টুইট করেছেন প্রশান্ত কিশোর৷
এবার তিনি লিখেছেন, “শুধু লকডাউন নয়, ভারতের আরও ভালো কিছু দরকার ছিলো৷”
এর আগে এই সিদ্ধান্তকে পরিকল্পনাহীন বলে দেগেছিলেন তিনি৷ এই টুইটে তিনি বলেছেন, “আমরা প্রত্যেকে আশাবাদী। কিন্তু তার মধ্যেও তিক্ত সত্যিটা হল আমাদের আরও সংঘবদ্ধ কৌশল প্রয়োজন। শুধু লকডাউন করে সংক্রমণ দূর করা যাবে না। আমাদের দেশে প্রতি ১ লক্ষে ১০ জনেরও কম মানুষের নমুনা পরীক্ষা হচ্ছে। চিকিৎসা ও আইসোলেশন- পরিকাঠামোর অবস্থা হতাশজনক। ভারতের আরও ভালো প্রাপ্য।”

শুক্রবারও তিনি লকডাউনের সমালোচনায় সরব হয়ে টুইট করেছিলেন। লিখেছিলেন, “মানুষকে প্রস্তুত হতে না দিয়েই, শুধু দেখানোর জন্য চাপিয়ে দেওয়া হয়েছে এই লকডাউন। আপনারা দেখুন ভারত কত দ্রুত পরিস্থিতি সামাল দিচ্ছে! এই বার্তা দিতেই পরিকল্পনাহীন এই লকডাউনের ঘোষণা।