তবে কি অভিনয় ছাড়লেন অভিনেত্রী অনুষ্কা শর্মা? নভেল করোনাভাইরাসের জন্য দীর্ঘ দিন বন্ধ রয়েছে শুটিং। বন্ধ রয়েছে সমস্ত খেলা। ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং অভিনেত্রী অনুষ্কাও বাড়িতে। কিন্তু বিষয় হচ্ছে অনুষ্কা শর্মা কি তাহলে অভিনয় ছাড়ছেন? অনুষ্কা তাঁর নিজের টুইটার হ্যান্ডেল একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে বিরাটের হেয়ার স্টাইলিস্ট হিসেবে অনুষ্কাকে।
Meanwhile, in quarantine.. ??♂??♀ pic.twitter.com/XO0UJ7NmSU
— Anushka Sharma (@AnushkaSharma) March 28, 2020