ট্রেনে আইসোলেশন ওয়ার্ড তৈরিতে উদ্যোগী কেন্দ্র

করোনা আপডেট ২৮ মার্চ, বিকেল ৬টা বিশ্ব : আক্রান্ত ৬,১৪,০৭৩, মৃত ২৮,২৩৮ দেশ : আক্রান্ত ৯৩৩, মৃত ২০ রাজ্য : আক্রান্ত ১৫, মৃত ১

0
1

এবার ট্রেনের কামরাতে আইসোলেশন ওয়ার্ড তৈরি করছে ভারতীয় রেল। ট্রেনের কামরাতে আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ কেবিন বানিয়ে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা আগেই ভেবেছিল মোদি সরকার। সেইমতো তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড।

১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র সরকার। স্থল-জল-আকাশ সহ বন্ধ যাত্রীবাহী ট্রেন। তবে পণ্যবাহী রেল পরিষেবা চালু আছে। করোনা চিকিৎসার জন্য আরও কিছু হাসপাতাল তৈরি রাখতে সব রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দিয়েছিলেন ক্যাবিনেট সচিব। গ্রামীণ এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়ালে প্রয়োজনে রেল কোচকে আইসোলেশন ওয়ার্ড বানিয়ে ব্যবহার করার পরিকল্পনা করে কেন্দ্র।

কারণ দেশের গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিকাঠামো উন্নত নয়। একাধিক জায়গায় নেই আইসোলেশন ওয়ার্ড। কোন জায়গায় সেই সব রেল কোচ রাখা হবে, তার বিদ্যুৎ সরাবরাহ কীভাবে হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই ব্যাপারে প্রথম উদ্যোগ নিচ্ছে পশ্চিম রেল। ইতিমধ্যেই কোন কোন জোনের কোন কোন স্টেশনে কোয়ারেন্টাইন কোচ রাখা হবে তাও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর।
রেল সূত্রে খবর, ২০ হাজার কোচকে এই ভাবে কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহারের উপযোগী করে তোলা হবে। সারা দেশে এখন ১২,৬১৭টি দূরপাল্লার ট্রেন রয়েছে। তাতে মোট ২৩ থেকে ৩০টি কোচ রয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কাউকে আইসোলেশনে রাখতে হলে সরাসরি ওই ট্রেন-হাসপাতালেই অ্যাডমিট করা যেতে পারে। চিকিৎসা শুরু হলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্যও খাবার সরবরাহ করবে প্যান্ট্রি কার।