ভারত কি করোনার স্টেজ তিন অর্থাৎ গোষ্ঠী সংক্রমণে ঢুকছে?
সংশ্লিষ্ট একাধিক মহল চূড়ান্ত সতর্কতা জারি করেছে।
একাধিক চিকিৎসকের বক্তব্য, এখন বাজার ইত্যাদি দরকারেও বেরোন উচিত নয়। ধরে নিতে হবে বাইরে শুধুই করোনা। সরকারি নির্দেশ মানুন। বাড়িতে যা আছে তাই দিয়ে চালান। এই সময়টা ঠেকিয়ে দিতে পারলে ক্ষয়ক্ষতি কম হবে। অন্যথায় ভয়াবহ বিপর্যয় নিশ্চিত। সরকার যা বলছে, আপাতত সবরকমভাবে মানা উচিত।





























































































































