ইএমআই তিন মাস স্থগিত, ব্যাঙ্কগুলিকে অনুমোদন দিতে বলল রিজার্ভ ব্যাংক

করোনা আপডেট ২৮ মার্চ, সন্ধ্যা ৬টা বিশ্ব : আক্রান্ত ৬,১৪,০৭৩, মৃত ২৮,২৩৮ দেশ : আক্রান্ত ৯৩৩, মৃত ২০ রাজ্য : আক্রান্ত ১৫, মৃত ১

0
1

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে লকডাউন গোটা ভারত বর্ষ ।স্বাভাবিকভাবে অর্থনৈতিক দিক থেকে বেশ কিছুটা দুর্বল হয়ে পড়ছে আমজনতা ।এই পরিস্থিতিতে আমজনতাকে স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মেয়াদী ঋণের ইএমআই, তিন মাস পিছিয়ে দেওয়ার জন্য ব্যাংকগুলোকে অনুমোদন দিতে বলা হল আর বি আই এর পক্ষ থেকে। যার দরুন কোনরকম ক্রেডিট স্কোর এর ওপর প্রভাব পড়বে না। পরবর্তীকালে ব্যাংক এই তিন মাসের ইএমআই কীভাবে সংগ্রহ করবে, তা নিয়ে চলছে জল্পনা। আর বি আই এর এই ঘোষণার পরে সাধারণ মানুষের মনে উঠে আসছে হরেক প্রশ্ন। আপনাদের সুবিধার জন্য এই প্রশ্নগুলি কে একটু বিশ্লেষণ করে দেওয়া হল।

১. প্রথমেই বলে রাখা যাক, আর বি আই ঋণ মুকুব এর কথা বলেনি। বলা যেতে পারে বলা যেতে পারে তিন মাসের জন্য ইএমআই স্থগিত রাখা হলো ।এরপরে এই এম আই ব্যাংক কীভাবে সংগ্রহ করবে, তা নির্ভর করবে সেই ব্যাংকের ওপর। ঋণের মেয়াদ এর সঙ্গে এই তিন মাস যোগ হতে পারে অথবা ই এম আই এর সাথে সমহারে এই অর্থ রাশি ভাগ হয়ে যেতে পারে।

২. যেসব ঋণ মাসিক কিস্তিতে শোধ করা হয় ,সেইসব ঋণের ক্ষেত্রেই আর বি আই এর ঘোষণা প্রযোজ্য। অর্থাৎ বাড়ি, গাড়ি, শিক্ষা, ব্যক্তিগত ঋণ, কিংবা মান্থলি ইন্সটলমেন্টে টিভি, ফ্রিজ, এর মত বিভিন্ন সামগ্রী ক্রয়, প্রতিটি ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে । তবে ক্রেডিট কার্ডের ঋণের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

৩. আপাতত আর বি আই ব্যাংক গুলিকে নির্দেশ দিয়েছে। প্রতিটি ব্যাংক তাদের মত করে সিদ্ধান্ত নেবে। আপনার ব্যাংক নির্দিষ্ট সময়ের আগে সিদ্ধান্ত না নিলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পদ্ধতিতেই আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট অর্থ রাশি কেটে যাবে। আপনার ব্যাংকের সিদ্ধান্ত অবশ্যই আপনাকে জানানো হবে।

৪. আপাতত আর বি আই কোন বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেনি। সেটি প্রকাশ পেলে স্পষ্টভাবে জানা যাবে যে আপনার ব্যাংক ইএমআই স্থগিত রেখেছে কিনা

৫. ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির নেওয়া ঋণের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ থাকবে ।তবে যদি ঋণের শর্ত ,এককালীন অর্থ শোধ হয়, তবে সে ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হবে না।