লকডাউন চলাকালীন ৩৪২ বস্তা চাল  বাজেয়াপ্ত করল ইবি, ধৃত দুই ব্যবসায়ী

0
1

রাজ্যে লকডাউন চলছে। এরই মধ্যে
বেআইনি ভাবে চাল মজুত করার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে । দুজনকেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখা (ইবি)।
শনিবার ইবি-এর অফিসারেরা খবর পান, কাশীপুর রোড এলাকায় একটি গুদামে বেআইনি ভাবে চাল মজুত করছেন এক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে ৩৪২টি চালের বস্তা বাজেয়াপ্ত করে ইবির আধিকারিকরা । গ্রেফতার করা হয়েছে ওই ব্যবসায়ী সন্তোষ আগরওয়াল এবং আমির আনসারিকে। কাশীপুর থানার ঢিল ছোঁড়া দূরত্বে ছিল গুদামটি। বাজেয়াপ্ত চালের আনুমানিক বাজার দর ২ লক্ষ ৭৪ হাজার টাকা। ধৃতদের লালবাজারে সেন্ট্রাল লকআপে রাখা হয়েছে তাঁদের।