করোনা নিয়ে আতঙ্কে দেশবাসী। ঠিক ভুলের জালে জড়িয়ে যাচ্ছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে ছড়াচ্ছে গুজব। করোনা নিয়ে গুজব রটানো নিষিদ্ধ, এই বার্তা দিল সিঙ্গুরের প্রশাসন। জেলা পুলিশ সুপার জানান, করোনা নিয়ে যাঁরা এলাকার মধ্যে ভুল তথ্য ছড়াবে তাদের বিরুদ্ধে প্রমাণ পেলে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হবে। বিভিন্ন এলাকার অভুক্ত অসহায় পরিবারগুলোর হাতে রান্নার সামগ্রী চাল, ডাল,আলু, তেল, মশলা, সাবান ইত্যাদি তুলে দিলেন প্রধান উদ্যোক্তা হুগলির গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু। তাছাড়া নসিবপুর,দিয়ারা, সিঙ্গুর স্টেশন সংলগ্ন ৭৫০টি ঝুপড়িতে বসবাসকারী পরিবারকে ত্রাণ বিলি করা হয়। তথাগত বসুর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলার পুলিশ আধিকারিকরা। সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ সুদিপ্ত সাধুখাঁ বলেন, লকডাউন চলাকালীন তিন দিন পর পর এই ত্রাণ সরবরাহ করা হবে।