BREAKING: বাংলায় আক্রান্ত আরও ২, সংখ্যা বেড়ে ১৭

করোনা আপডেট :২৮ মার্চ, রাত ৮টা। বিশ্ব : আক্রান্ত ৬,১৪,০৭৫, মৃত ২৮,২৩৮। দেশ : আক্রান্ত ৯৩৩, মৃত ২২। রাজ্য : আক্রান্ত ১৭, মৃত ১

0
1

রাজ্যে নতুন করে আজ, শনিবার করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২ জন। সূত্রের খবর, এঁদের মধ্যে আছেন ৫৬ বছরের এক প্রৌঢ় এবং ৭৬ বছরের এক বৃদ্ধা। ইতিমধ্যেই নাইসেড থেকে রিপোর্ট গেল স্বাস্থ্য ভবনে।