করোনা পরিস্থিতিতে লকডাউনে রাজ্যবাসী। এই অবস্থায় হঠাৎ এক আজব অভিজ্ঞতা বরানগর সহ উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের। শনিবার দুপুরে মানুষ বাসিন্দারা যখন দুয়ার এঁটে ঘরবন্দি। তখন বরানগর ও তার আশপাশের অঞ্চলে রাস্তায় কালো ছাই পড়ে থাকতে দেখা যায়। কোন একটা জায়গায় নয়, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ছাই নজরে পড়ে। স্বাভাবিক ভাবেই বরানগর জুড়ে আতঙ্ক ছড়ায়।
প্রত্যেকের বাড়ির ছাদে ছাই দেখা যায়। কোথা থেকে পড়ছে এই ছাই তার খোঁজ চালাচ্ছে বরানাগার পুরসভা। ছাইয়ের নমুনা সংগ্রহ করে থানায় পাঠানো হয়েছে। সেটা পরীক্ষাগারে পাঠানো হবে বলে প্রশাসন সূত্রে খবর।





























































































































