করোনার বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী নোবেলজয়ী এস্থার ডুফেল। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা হয় অভিজিতের। অভিজিৎ জানান, রাজ্যের মানুষকে সচেতন করতে তিনি এবং তাঁর স্ত্রীর সংস্থা কাজ করতে চায়। বিভিন্ন ভিডিওবার্তা, পোস্টার, মোবাইল বার্তা সহ নানা প্রক্রিয়ার মাধ্যমে তাঁরা জনজাগরণ তৈরি করতে চান। আর এর ফলে মানুষের মনের মধ্যে কতখানি প্রভাব পড়ে সেটাও দেখতে চান। এ নিয়ে দীর্ঘ কথাবার্তার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে অভিজিৎ জানান, এই মুহূর্তে কলকাতায় আসার পরিস্থিতি নেই, দরকারও নেই। তাঁরা প্রয়োজনে দূর থেকেই এই প্রচার পর্ব সারবেন রাজ্য সরকারের সহায়তায়। মুখ্যমন্ত্রীও এই ঐকান্তিক চেষ্টাকে স্বাগত জানিয়েছেন।
করোনা মোকাবিলায় কাজ করতে চান, মমতা-অভিজিৎ কথা
করোনা আপডেট :২৮ মার্চ, রাত ৮টা। বিশ্ব : আক্রান্ত ৬,১৪,০৭৫, মৃত ২৮,২৩৮। দেশ : আক্রান্ত ৯৩৩, মৃত ২২। রাজ্য : আক্রান্ত ১৭, মৃত ১





























































































































