করোনা চিকিৎসার জন্য রাজ্যকে বৃহত্তম ক্যাম্পাস দিতে চাইল অ্যাডামাস

0
1

করোনাযুদ্ধে মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিলে শুধু 10 লক্ষ টাকা দেওয়াই নয়, প্রয়োজনে নিজেদের ক্যাম্পাসের বড় অংশ অস্থায়ী হাসপাতাল হিসেবে দিতে চাইল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। তাদের আচার্য শমিত রায় এই প্রস্তাব দিয়েছেন।

অ্যাডামাস এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে বৃহত্তম। এত বড় পরিকাঠামো কারুর নেই। শমিত রায়ের প্রস্তাব অনুযায়ী এখানে 30 জন চিকিৎসক সপরিবারে সুরক্ষিত থাকার আবাসন আছে। 600 নার্স থাকতে পারবেন। 1000 বেডের জরুরি হাসপাতালের ব্যবস্থা করা সম্ভব। এই ক্যাম্পাসটি বারাসতের নীলগঞ্জ রোডে। ফলে উত্তর চব্বিশ পরগণার প্রয়োজনে বিশেষভাবে কাজে লাগানো যাবে।