মন দিয়ে খেলাধুলা করে যেই জন, বড় হয়ে কোটি টাকা লভে সেই জন, বিরাটের মোট উপার্জন ৯০০ কোটি টাকা

0
1

তিনি ভারতীয় ক্রিকেট দলের ধ্রুব তারা ।তিনি বিশ্বের প্রথম ৫ জন ব্যাটসম্যান এর মধ্যে সদা বিরাজ করেন ।তিনি ভারতীয় জেন জেড দের কাছে স্টাইল আইকন। শুধু ক্রিকেট তারকা নয়, বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে তারকা হিসেবেও তিনি সমানভাবে সমাদৃত । সুতরাং তাঁর আয় যে চোখ কপালে তুলবে,সেটা মোটামুটি আন্দাজ করেছিলেন প্রত্যেক ভারতীয়। কিন্তু তা বলে এত! একটি রিপোর্ট বলছে শুধুমাত্র গত অর্থবর্ষে বিরাট কোহলি মোট উপার্জন ২৫২.৭২ কোটি টাকা। বিরাটের মোট সঞ্চিত অর্থ রাশির পরিমাণ ৯০০ কোটি টাকা। অধিকাংশই এসছে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার কাছ থেকে। শুধু তাই নয় বিরাট কোহলির নিজস্ব একটি জিম চেইন রয়েছে যার নাম চিসলে।তিনি স্টেপাথলন কিডস এবং স্পোর্টস কনভোতেও বিনিয়োগ করেছেন। তিনি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। বিরাটের একটি ‘কমার্স ফ্যাশন ব্র্যান্ড’ রয়েছে যার নাম ‘WROGN’। এছাড়াও রয়েল চ্যালেঞ্জ বেঙ্গালুরু অথবা বিসিসিআইয়ের কাছ থেকেও তিনি মোটা অর্থ রাশি পারিশ্রমিক হিসাবে পান।
ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য বিরাট কোহলি১.৩৩ কোটি টাকা পান। শুধুমাত্র একটি টুইটের জন্য তিনি ২.৩ কোটি টাকা আয় করেছেন।