মার্কিন প্রেসিডেন্ট আইসোলেশনে? কী জানাচ্ছেন তিনি

0
1

গোটা বিশ্ব কাঁপছে মারণ ভাইরাসের জেরে। এখনও পর্যন্ত ভারতে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০০ ছুই ছুই। সারা বিশ্বে এই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৩২,২৩০। ভারতের কোভিড-১৯ মারা যাওয়ার সংখ্যা ১৫। বিশ্বে মারা যাওয়ার সংখ্যাটা ২৪,০৭৮। এরইমধ্যে ছড়াচ্ছে ভুয়ো খবর। জানা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি আইসোলেশন রয়েছেন। এই খবর সামনে আসতেই পড়ে গিয়েছে হইচই।

এরপর ট্রাম্প নিজে তাঁর টুইটার হ্যান্ডেলে একটি টুইট করে জানান, তিনি শুনেছেন একটি সংবাদমাধ্যমে জানানো হয়েছে তিনি এখন আইসোলেশনে রয়েছেন হোয়াইট হাউসে। এরপর তিনি জানান, তিনি আইসোলেশনে নেই। তিনি সুস্থই রয়েছেন। আর যে খবরটি প্রকাশিত হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে। তারা একটি জাল খবর তৈরি করেছে।