করোনা মোকাবিলায় গোটা দেশের মতোই রাজ্যজুড়ে এখন যুদ্ধের পরিস্থিতি। চলছে লকডাউন। এরই মধ্যে আর জি কর হাসপাতালে অস্থির পরিস্থিতি। হাসপাতালের রান্নাঘরে কার্যত ধর্মঘট শুরু হয়েছে। রান্নাঘরের কর্মীরা জানিয়ে দিয়েছেন, তাঁরা মাস্ক ও গ্লাভস না পেলে কাজ করবেন না।
পাশাপাশি, করোনা সংক্রমণের ভয়ও পাচ্ছেন রান্নাঘরের কর্মীরা। অবিলম্বে তাঁদের সুরক্ষার বিষয়টা দেখা না হলে আর কাজ নয়। যার জেরে আজ, শুক্রবার অনেক দুপুর পর্যন্ত খাবার পাননি রোগীরা।