লকডাউনে বোর হওয়া থেকে মুক্তি দিতে দুরদর্শনে ফিরছে রামানন্দ সাগরের নস্টালজিক রামায়ণ

0
1

করোনা যুদ্ধে জয়ী হতে লকডাউনে গৃহবন্দি দেশবাসী। কাজের ক্ষতির পাশাপাশি মানুষের মধ্যে একঘেয়েমি দানা বাঁধছে। এবার একঘেয়েমি কাটাতে খুশির খবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। ডিডি ন্যাশনাল চ্যানেলে ফের সম্প্রচার করা হবে রামানন্দ সাগরের সেই নস্টালজিক রামায়ণ ধারাবাহিক।

আজ, শুক্রবার ট্যুইট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর। আগামীকাল, শনিবার থেকেই শুরু হবে রামায়ণ সম্প্রচার। সকাল ৯টা-১০টা এবং রাত ৯টা-১০টা দিনে দুটি করে পর্বে তা দেখানো হবে।