লকডাউন না কি উৎসব? বোঝা দায় কোচবিহারে। উপচে পড়া ভিড় বাজারগুলিতে। রমরমিয়ে চলছে কেনাকাটা। সুরক্ষা লেশমাত্র নেই, মুখে নেই মাস্ক। গোটা বিশ্ব করোনার ভয়ে কাবু। কিন্তু কোচবিহারের বাজারে তার বিন্দুমাত্র চিহ্ন নেই।
অপরিষ্কার পরিবেশ যেখানে সেখানে পড়ে আছে নানা নোংরা মাছের কাঁটা বাদ দেওয়া অংশ, হাত ধোয়ার জন্য নেই সাবান।
এই বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সরকারি তরফে নির্দেশিকা দেওয়া হয় বাজারে।
তাতে উল্লেখ রয়েছে দোকানদাররা সাবান দিয়ে হাত ধোবেন। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে। এতকিছুর পরও বোঝানো যাচ্ছে না সাধারণ মানুষকে। গাড়িতে এমার্জেন্সি স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন । এই নিয়ে নিন্দার ঝড় উঠছে সোশ্যাল মিডিয়াতে।