এখনও পর্যন্ত রাজ্য ও শহরে যাঁরা করোনা আক্রান্ত তাঁদের প্রায় সকলেরই চিকিৎসা চলছে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে। স্বাভাবিকভাবে এই হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে মারণ করোনাভাইরাসে আক্রান্ত থাকার একটা প্রবণতা থেকেই যায়। এরই মধ্যে রটে যায় আইডি হাসপাতালের চিকিৎসক ডাঃ যোগীরাজ নাকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই খবরটিকে ভুয়ো বলে দাবি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এমন কঠিন সময়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে স্বাস্থ্য দফতর।এই গুজব ও মিথ্যা খবর প্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় রাজ্য স্বাস্থ্য দফতর অভিযোগ দায়ের করছে বলে জানা গিয়েছে।
রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হচ্ছে, কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হননি। তাঁরা সারা রাজ্যে সংশ্লিষ্ট হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিজ নিজ দায়িত্ব অক্লান্তভাবে ও নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন।