লকডাউন উপেক্ষা করে মাছ ধরতে গিয়ে সোজা কুমিরের পেটে! কোথায় জানেন?

0
1
প্রতীকী ছবি

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের জেরে বিভিন্ন দেশে জারি করা লকডাউন। কিন্তু মুষ্টিমেয় কিছু অবাধ্য ও অসচেতন মানুষ নির্দেশ অমান্য করছেন। সেই অসচেতনদের মধ্যে এক ব্যক্তি লকডাউন ব্রেক করে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু তাঁর জালে ধরা দেয়নি কোনও মাছ। বরং, নদীতে থাকা কুমির গিলে ফেলে ওই ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে আফ্রিকার রুয়ান্ডার দক্ষিণাঞ্চলীয় শহর কামোনাইয়ে।

জানা গিয়েছে, পুলিশের নজর এড়িয়ে নিয়াবারাঙ্গো নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ওই ব্যক্তি। আর সেখানেই এই ঘটনাটি ঘটে।