করোনা ঘরবন্দি করেছে আপনাকে। যারা এতদিন কুটোটিও নাড়তেন না, তাদেরও এবার কাজে নামতে হয়েছে। একান্ত অবসর, ভয়ের অবসরের একঘেয়েমি কাটাতে। তবে যারা কাজ করছেন, তাদের প্রেরণা হতে পারেন ক্যাটরিনা কাইফ। এই বলিউড তারকা বাসন ধুচ্ছেন, ঘরও ঝাঁট দিচ্ছেন। আর বাকিটা রইল কী!!!





























































































































