করোনা সংক্রমণ রুখতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে কলকারখানা সহ বিভিন্ন সংস্থা। এই অবস্থায় ত্রাণ তহবিল খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গতদের কথা ভেবে তাঁদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে আধা সামরিক বাহিনী। অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন তাঁরা।
আধা সামরিক বাহিনী জানিয়েছে, লকডাউনের মাঝে যে কোনও এক দিনের বেতন প্রধানমন্ত্রীর তহবিলে দেবেন তাঁরা। কমপক্ষে ৩ লক্ষ আধা সামরিক বাহিনীর জওয়ান আর্থিক সাহায্যে করবেন বলে সূত্রের খবর। প্রায় ৩৩.৮১ কোটি টাকার অর্থসাহায্য করা হবে জানা গিয়েছে।
সিআরপিএফ- এর এক আধিকারিক বলেন, “করোনাভাইরাস এর জন্য বিপদের মুখে দেশ। এই পরিস্থিতিতে আমরা আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি।”