করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে পৃথিবীতে। ১৪৫ টি দেশ লড়াই চালাচ্ছে এই মারণ রোগের বিরুদ্ধে। কোন নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি এখনো। এরইমধ্যে আশার আলো। ক্যালিফোর্নিয়ার একদল বিজ্ঞানী বাজার চলতি ৬৯ টি ওষুধ এবং কিছু রাসায়নিক যৌগের কথা উল্লেখ করেছেন, যা করোনা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে পারে। এই দলে রয়েছেন কিছু ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীও। তাঁদের গবেষণাপত্রটি ‘বায়োআরএক্সআইভি’ নামে একটি বিজ্ঞান সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের মতে এই ওষুধগুলোর মধ্যে বেশকিছু ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেসারে ব্যবহার করা হয়। তাদের রিসার্চ অনুযায়ী মানবদেহের ৩৩২ টি প্রোটিন এই ভাইরাসটি কে সংক্রমিত করতে সাহায্য করে। চিহ্নিত 69 টি সাধারন বাজার চলতি ঔষধ, এই প্রোটিন গুলিকে নিয়ন্ত্রণ করে। 69 টি ওষুধের মধ্যে ২৫টি ওষুধকে করোনা চিকিৎসায় অনুমোদন দিয়েছে ‘ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’।