করোনার সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পরে আজ প্রথম জুম্মা নমাজের দিন।
কিন্তু আজ, এই নমাজে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে নাখোদা মসজিদ ও ধর্মতলার টিপু সুলতান মসজিদে। করোনার সংক্রমণ ঠেকাতে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে নাখোদা মসজিদ৷
নাখোদা মসজিদের ট্রাস্টি নাসের ইব্রাহিম এ কথা জানিয়ে বলেছেন, “গত ২দিন ধরেই মসজিদের সব দরজা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছি৷ শুক্রবার জুম্মার নমাজে বহিরাগতদের কাউকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না। কেবল মসজিদের ইমাম, কর্মীরা মিলে সামান্য কয়েক জন নমাজে শামিল হবেন।’’
একই সিদ্ধান্ত নিয়েছে ধর্মতলার টিপু সুলতান মসজিদ৷ মসজিদের কো-ট্রাস্টি শাহিদ আলম বলেছেন, ‘‘ শুক্রবার বাইরের কাউকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না। কেবল মসজিদের কর্মীরাই সেখানে থাকবেন।’ বঙ্গীয় ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া জানিয়েছেন, করোনার সংক্রমণ এড়াতে সারা রাজ্যের সব মসজিদ বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, মসজিদে আজান চালু থাকবে। ইমাম সাহেব ৪-৫ জনকে নিয়ে নমাজ চালু রাখবেন। তবে বাইরের সাধারণ কোনও ব্যক্তিকে আর মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে না। তাঁরা নিজেদের বাড়িতে নমাজ পড়বেন। আগামী ৯ এপ্রিল পর্যন্ত ওই ব্যবস্থা চালু রাখার আহ্বান জানিয়েছেন তিনি।




























































































































