মুম্বই পুরসভার কর্মীদের পাশে দাঁড়ালেন হৃতিক

0
6

করোনা ঠেকাতে তৎপর হয়েছেন সর্বস্তরের মানুষ। এবার মুম্বই পুরসভার কর্মীদের জন্য N95 মাস্ক কিনলেন হৃতিক রোশন।

সম্প্রতি টুইট করে একথা তিনি নিজেই জানিয়েছেন। লিখেছেন, শহর ও সমাজকে যারা সুরক্ষিত রাখার দায়িত্ব নিয়েছেন তাদের কথাও ভাবতে হবে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীদের জন্য N95 ও FFP3 মাস্ক কিনেছেন বলে উল্লেখ করেছেন। করোনা মোকাবিলায় মহারাষ্ট্র সরকারকে সাহায্য করতে চান বলেও উদ্ধব ঠাকরের কাছে আবেদন জানিয়েছেন অভিনেতা।