করোনার বিরুদ্ধে লড়ছে গোটা বিশ্ব। লড়ছে এই দেশও। লড়ছে কলকাতা। লড়ছে বাংলা। আর এই লড়াইয়ে আমাদের একমাত্ৰ হাতিয়ার লকডাউন। কিন্তু সেখানে আবার অন্য লড়াই। অন্য সঙ্কট। সহায়-সম্বলহীন মানুষ পড়েছে বিপদে। সেইসব ফুটপাতবাসী শিশু-ভবঘুরেদের মুখে অন্ন তুলে দিচ্ছে রেল পুলিশ। এ যেন মানবিকতার এক অনন্য নজির।
জানা নেই কে জিতবে শেষ পর্যন্ত। মারণ করোনা নাকি মানবজাতি। কিন্তু করোনা যুদ্ধে মানবিকতা জিতে গিয়েছে আগেই। দেখুন রেল পুলিশের সেই মানবিকতা। যা একজন ভারতীয় হিসেবে আপনাকেও গর্বিত করবে।