ট্রাম্পকে তাঁর গভর্নরই বলছেন, জোকারগিরি বন্ধ করুন, না পারলে ছাড়ুন!

0
1

করোনায় আক্রান্ত হচ্ছেন মার্কিন মুলুকের মানুষ আর প্রেসিডেন্ট ট্রাম্প ব্যস্ত চিনকে দোষারোপ করায়। এ নিয়ে যে নেটিজেনরা ব্যাপক ক্ষুব্ধ, তা প্রকাশ্যে এসে পড়ল নিউইয়র্ক-এর গভর্নর অ্যান্ড্রু কুয়োওর সাংবাদিক সম্মেলনে। শুধু নিউইয়র্কেই এই মুহূর্তে আক্রান্ত প্রায় ২০ হাজার মানুষ। চিকিৎসা সামগ্রী পাওয়া যাচ্ছেনা। হাসপাতালগুলিতে হাহাকার। কোথায় প্রেসিডেন্টের তৎপরতা? আর এক কদম এগিয়ে ইলিনইয়েসের গভর্নর জে ভি প্রিজকার বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি মূল্যবান সময় নষ্ট করছেন। এখনও দেশবাসীকে সুরক্ষা দিতে পারেননি। রোগী পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলি কোথায়? স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার পোশাক কোথায়? পিছনের আসনে বসে বদমেজাজ না দেখিয়ে জাতীয় সঙ্কটে দেশকে নেতৃত্ব দেওয়া উচিত। সার্কাসের জোকারের মতো আপনি সস্তা ট্যুইট করে যাবেন তা হয় না। হয় আপনি কাজ করুন, নয়তো রাস্তা থেকে সরে দাঁড়ান।

এই মুহূর্তে আমেরিকায় মারা গিয়েছেন ১০৩৬জন। দেশের সবকটি অঙ্গরাজ্যে করোনা ছড়িয়েছে। তিন সপ্তাহের জন্য লকডাউনের নির্দেশ দেশ জুড়ে।