করোনার জেরে সাময়িক ইএমআই স্বস্তি আমজনতার

0
1

ব্যাঙ্ক থেকে নেওয়া সব ধরনের ঋণের ক্ষেত্রে ইএমআই তিন মাসের জন্য স্থগিত করে আমজনতাকে কিছুটা স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে আগামী তিন মাস ইএমআই না দিলেও ঋণগ্রহীতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না ব্যাঙ্কগুলি। শুক্রবার জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। এদিকে করোনার জেরে উদ্ভূত পরিস্থিতিতে
৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমালো রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট কমে হল ৪.৪ শতাংশ। রিভার্স রেপো রেট ৯০ বেসিস পয়েন্ট কমে হল ৪ শতাংশ। মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে তিন মাসের জন্য ঋণ বাবদ সুদ স্থগিত করা হচ্ছে। ব্যাঙ্কগুলিকে তিন মাসের জন্য গ্রাহকদের থেকে ইএমআই না নেওয়ার অনুমতি দিল আরবিআই।