শহরের বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে হাতে তুলে দিয়েছেন মাস্ক। নিত্য প্রয়োজনীয় জিনিস মিলছে কি না তা দেখতে শহরের বাজারে ঘুরে বেড়িয়েছেন তিনি। এমনকী বিনা পয়সায় রেশনের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই ভূমিকায় তথাকথিত ‘মমতা বিরোধী’রাও প্রশংসায় পঞ্চমুখ।
কিন্তু সিপিআইএম রয়েছে তার জায়গাতেই। মুখ্যমন্ত্রীর যাবতীয় পদক্ষেপকে ধিক্কার জানিয়েছেন, সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নিজের বক্তব্য প্রশাসনের ভূমিকা সহ মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন তিনি। সিপিআইএম নেতার এহেন মন্তব্যে স্পষ্ট হয়েছে সরকারের ব্যর্থতা খুঁজে চলেছে তাঁরা।