জরুরি পরিষেবা চালু রাখতে বাস চলাচল

0
1

লোকজনের মধ্যে জরুরি পরিষেবা চালু রাখতে বাস চলাচলের অনুমতি দিয়েছে রাজ্য পরিবহন দফতর। তবে অবশ্যই সেটা নিয়ন্ত্রিত।

আপাতত ৬টি রুটে পরিষেবা চালু থাকছে। বিমান পরিষেবা বন্ধ থাকায় বিমানবন্দর থেকে বিভিন্ন রুটে বাস চালানো হচ্ছে না। যে রুটগুলি এই পরিস্থিতিতে চালু থাকবে, সেগুলি হল —

হাওড়া স্টেশন থেকে কামালগাজি

এসপ্ল্যানেড থেকে আমতলা

হাওড়া স্টেশন থেকে নিউডাউন

ডানলপ থেকে বালিগঞ্জ

হাওড়া স্টেশন থেকে গড়িয়া

জোকা থেকে বারাসত

সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিষেবা দেবে পরিবহন দফতর। এই রুটগুলিতে যে বাসগুলি চলবে, সেগুলিতে আগে জীবানুনাশক স্প্রে করা হবে। যাত্রীর সংখ্যা যাতে বেশি না হয়, সে দিকেও নজর দেওয়া হবে। সোশ্যাল ডিসটেন্সিং’-এর জন্য আসন সংখ্যার চেয়ে বাসে কম যাত্রী তোলা হবে পরিবহন দফতর সূত্রে খবর।