Sliderআন্তর্জাতিকগুরুত্বপূর্ণ Big Breaking :করোনায় আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী By EBBS Desk - March 27, 2020 0 1 FacebookTwitterPinterestWhatsApp এবার করোনা আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এর আগে করোনা থাবা বসিয়েছে ব্রিটেনের রাজপরিবারে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইট করে তিনি বলেন “আইসোলেশনে রয়েছি।”