করোনা মোকাবিলায় সারা দেশের মতোই রাজ্যজুড়ে চলছে লকডাউন। এরই মধ্যে আবার বিভিন্ন রাজ্য ও জায়গায় আটকে পড়েছে অনেক সাধারণ মানুষ। সেই অসহায়দের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকার।
আর রাজ্যের এই মানবিক ভূমিকার সাধুবাদ জানালেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তিনি বলেন, “বিভিন্ন জায়গায় আটকে পড়া মানুষের জন্য রাজ্য সরকার যে ব্যবস্থা করেছেন তার জন্য সাধুবাদ। বিশেষ করে পরিবহণ দফতরের মাধ্যমে তাঁদেরকে বাড়ি ফেরানোর যে প্রক্রিয়া চলছে তা প্রশংসনীয়।”