লকডাউন সফল করতে অভিনব প্রচেষ্টা পুলিশের। এবার সাইকেল এবং গাড়ির চাকার হওয়া খুলে দিচ্ছে কোন্নগর থানার পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকেই এই রাস্তায় হাঁটছে তারা। কোন্নগর থানা এলাকায় প্রয়োজন ছাড়া গাড়ি বা সাইকেল নিয়ে বেরোলে খুলে দেওয়া হচ্ছে চাকার হাওয়া।
করোনা ভাইরাসের মোকাবিলায় লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোলে ধরপাকড় করছে পুলিশ। লাঠি চালিয়ে, হাত জোড় করে অনুরোধ করেছে। তাতেও হুঁশ ফিরছে না মানুষের। কর্তব্যরত পুলিশরা জানাচ্ছেন, অনেক চেষ্টা করেও কাজ না হওয়ায় এই পথ অবলম্বন করতে হচ্ছে।





























































































































