করোনার মারণ থাবা থেকে বাঁচতে দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের জেরে বহু দিনমজুরের অবস্থা শোচনীয়। যারা নিজের বাড়ি ছেড়ে ভিন, জেলা বা রাজ্যে কাজ করেন তাঁরা এমন পরিস্থিতির জেরে পৌঁছাতে পারেনি নিজেদের বাড়িতে ।
হুগলির শেওড়াফুলিতে বহুদিন ধরে কাজ করেন ৬৪ জন রাজমিস্ত্রি। তবে লকডাউনে এখন কাজ পুরোপুরি বন্ধ । বাড়ি ফিরতে চান তাঁরা। কিন্তু পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকায় গত দুদিন কিছু করতে পারেননি।
এমন সঙ্কটজনক পরিস্থিতিতে স্থানীয় বিধায়ক আবদুল মান্নানের কাছে দ্বারস্থ হন তাঁরা। বিধায়ক পুরো বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানান। এর জেরে আরামবাগ ডিপো থেকে একটি সরকারি বাসের ব্যবস্থা করা হয় ওই রাজমিস্ত্রিদের জন্য।
বৃহস্পতিবার সেই মতো রাজমিস্ত্রিদের বাসে করে নিয়ে জঙ্গিপুর পৌঁছে দেওয়া হয়েছে। বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান আবদুল মান্নান।





























































































































