নিজের কাকার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ৮০ বছরের অনিমেষ মুখার্জি সৌরভের কাকা। থাকেন লন্ডনে। এই মুহূর্তে ব্রিটেনে করোনা ভাইরাসের করাল ছায়া। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে রাজপরিবারেও করোনার প্রবেশ ঘটেছে। প্রিন্স চার্লস আক্রান্ত হয়ে হাসপাতালে। স্ত্রী ক্যামিলা কোয়ারেন্টাইনে। এই অবস্থায় বৃদ্ধ কাকাকে নিয়ে চিন্তিত মহারাজ। এখন ব্রিটেন লকডাউন চলছে। সৌরভের আশা কাকা সুস্থ থাকবেন। কারণ, বাড়ি থেকে এক পাও বের হচ্ছেন না।