রাজ্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে শুভেন্দুর এক কোটি ষাট By EBBS Desk - March 26, 2020 0 14 FacebookTwitterPinterestWhatsApp মুখ্যমন্ত্রীর বিশেষ করোনা ত্রাণ তহবিলে শুভেন্দু অধিকারী দিলেন এক কোটি ষাট লক্ষ টাকা। দশ লক্ষ টাকা নিজের বেতন থেকে। আর তাঁর নেতৃত্বে থাকা তিনটি সমবায় ব্যাঙ্ক থেকে 50 লাখ করে দেড় কোটি।