পুলিশ কিছুটা নরম হতেই লকডাউন ব্রেকের খেলায় মাতল বারুইপুর-সোনারপুরের অবাধ্যরা

0
4

দক্ষিণ চব্বিশ পরগনায় পুলিশ প্রশাসন একটু নরম হয়েছে। আর পুলিশের সেই “গান্ধীগিরি”-এর সুযোগ নিয়ে অবাধ্য-অসচেতন মানুষ ফের দল বেঁধে বাড়ির বাইরে বেরিয়ে কার্যত লকডাউন ভাঙার খেলায় মেতে উঠেছে।

আজ, বৃহস্পতিবার সকাল থেকে বারুইপুর-সোনারপুর সহ বিভিন্ন এলাকার বাজার ও রাস্তায় সেই চিত্র ফুটে উঠেছে। এর ফলে সচেতন নাগরিকদের একাংশের মধ্যে ব্যাপক আতঙ্ক শুরু হযেছে।

পুলিশের দাবি, উপরতলা থেকেই লাঠি নিয়ে কড়া হতে নিষেধ করা হয়েছে। তাই পুলিশ বাধ্য হয়েই লাঠি সরিয়ে নিযেছে। গত কয়েকদিন পুলিশের কড়া নজরদারিতে মানুষ গৃহবন্দি হয়ে ছিল। এদিনের ছবি কিন্তু ঠিক উল্টো।