ওরাও সহ-নাগরিক, গৃহহীন ভবঘুরেদের মুখে অন্ন তুলে দিচ্ছে মানবিক পুলিশ

0
1

করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউনের মধ্যে রাস্তায় গৃহহীন ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন এবং বারুইপুর মহকুমা হাসপাতালে রোগীর পরিবারদের জন্য খাবার বিলির ব্যবস্থা করলো বারুইপুর থানার পুলিশ। বারুইপুর থানার আইসি দেব কুমার রায়ের উদ্যোগে বৃহস্পতিবার বারুইপুরের রাস্তা ও ফুটপাথে এই সকল মানুষদের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়।

দেশজুড়ে লকডাউনে বন্ধ দোকানপাট, খাবার হোটেল ও পরিবহন ব্যবস্থা। মানুষ ঘরবন্দি করোনা ভাইরাসের আতঙ্কে। ফলে যাদের ভিক্ষা করে দিন চলে, গৃহহীন ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন, তারা না খেতে পাওয়ার মতো অবস্থায় পৌঁছেছে। তাই বারুইপুর থানার পুলিশ সেই অসহায় মানুষদের এদিন খাবার জোগাতে এগিয়ে আসার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।