লকডাউনের মধ্যে রন্নার গ্যাসের সঙ্কটে দিশেহারা মানুষ

0
1

লকডাউনের মধ্যে অন্য সমস্যায় গৃহস্থ। রান্নার গ্যাসের জোগান নিয়ে সঙ্কট ক্রমশ বেড়েই চলেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্যাসের ডিস্ট্রিবিউটার অফিসের সামনে গ্রাহকদের লম্বা লাইন নজরে পড়ছে। অনেক আগে করা বুকিং গ্যাসেরও সাপ্লাই ঠিক মতো না পাওয়ায় ক্ষোভে ফুঁসছে মানুষ।

এদিকে, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির বক্তব্য, গ্যাস পাওয়া যাবে না, এই আতঙ্কে বহু মানুষ অতিরিক্ত অর্ডার দিচ্ছেন। তাতে সঙ্কট আরও জটিল হচ্ছে। তেল সংস্থাগুলির আবেদন, গ্রাহকরা দয়া করে অবিলম্বে প্যানিক বুকিং বন্ধ করুন। না হলে সঙ্কট আরও বাড়বে বই কমবে না।