মোদির নির্দেশ মানুন! বলছেন কে!!!

0
10

অপর্ণার মুখে নরেন্দ্র মোদির নির্দেশ মানার অনুরোধ! অপর্ণা মানেই নরেন্দ্র মোদির বিরোধিতা করা। তির্যক ট্যুইটে তাদেরকে ব্যতিব্যস্ত করে তোলা। কিন্তু এবার দু’দুটি ট্যুইট করলেন অভিনেত্রী-পরিচালক। যে ট্যুইটে বিভেদমূলক রাজনীতি ভুলে সরকারি নির্দেশ মেনে চলার অনুরোধ। এছাড়াও আগামী দিনের ভেঙে পড়া অর্থনীতি গড়তে বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকতে চাইছেন অভিনেত্রী।

দেশের মানুষকে অপর্ণার অনুরোধ, সরকারের নির্দেশ মেনে আপনারা ঘরে থাকুন, আলাদা থাকুন, দূরে থাকুন। করোনা ভাইরাসের মারণ ছোবল থেকে বাঁচতে এই চেন ভেঙে দেওয়া আমাদের কর্তব্য। দুঃখের কথা, কিছু মানুষ বিষয়টি বুঝছেন না। তারা নিজের ক্ষতি করছেন, দেশের ক্ষতি করছেন, পৃথিবীর ক্ষতি করছেন। করোনা কাউকে রেয়াত করে না। করোনা আমাদের শিক্ষা দিয়ে গেল যে, আসন্ন মৃত্যুর মুখে সব মানুষই সমান। আমি আশা করছি এরপর আমরা আর কেউ বিভাজন মূলক রাজনীতিতে ফিরে যাব না। আগামী দিনে ভেঙে পড়া অর্থনীতিকে গড়ে তুলতে সকলে একসঙ্গে হাত মেলাব।