লক ডাউন চলাকালীন সাধারণ মানুষের যাতে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে অসুবিধা না হয়, এবং করোনা এড়াতে বাজারে যাতে সবরকম সতর্কতা অবলম্বন করা হয়, তার জন্য শহরের বড় বড় বাজারগুলি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার প্রথমে উত্তর কলকাতার পোস্তা বাজার, মধ্য কলকাতার জানবাজারে সারপ্রাইজ ভিজিটের পর দক্ষিণ কলকাতার লেক মার্কেটে চলে আসেন মুখ্যমন্ত্রী।
কালোবাজারি যাতে না হয়, তার জন্য বিক্রেতাদের সঙ্গে কথা বলার পর লেক মার্কেট পরিদর্শনে গিয়ে সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন মমতা। লক ডাউনের মধ্যে বাজার দর নিয়ে তাঁদের আস্বস্ত করার পাশাপাশি সচেতনও করেন মুখ্যমন্ত্রী।




























































































































