পোস্তা ঘুরে জানবাজার, বাজার সুস্থ রাখতে সক্রিয় মুখ্যমন্ত্রী

0
2

এবার বাজার সচল ও সুস্থ রাখতে নামলেন মমতা। ঘুরলেন একাধিক বাজারে। খোঁজ নিলেন সব। বলে দিলেন দাম বাড়ানো যাবে না। মজুতদারি কালোবাজারিতে নজর থাকবে। ক্রেতারা দূরত্ব বাঁচিয়ে কীভাবে দাঁড়াবেন, তার জন্য গোল দাগ কেটে দেন তিনি।