করোনা মোকাবিলায় এবার এগিয়ে এলেন অধ্যাপকরা। এক বিবৃতিতে পশ্চিমবঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতি ত্রাণ সংগ্রহের আবেদন জানিয়েছে। ওই বিবৃতিতে সংগঠন জানিয়েছে, “রাজ্যের সমস্ত সরকারি কলেজের সকল বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষকসহ সমস্ত সহনাগরিকদের কাছে আমাদের আবেদন, ন্যূনতম একহাজার টাকা আপনারা এই ত্রাণ তহবিলে দান করুন।” সংগঠন জানিয়েছে, সংগৃহীত অর্থ তুলে দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষকদের এগিয়ে আসার আর্জি জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে একলক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন।
অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ দেওয়া রইল
West Bengal Government College Teachers’ Association
Bank of India
A/C: 402910100014320
IFSC: BKID0004029